ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আইন ও আদালত

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা ববি শিক্ষার্থী হালিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা ববি শিক্ষার্থী হালিমা ববি শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া

বরিশাল: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ হিসেবে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর আইন বিভাগের শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া।

তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ।

প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো বলে জানান তিনি।
 
অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেছনে ফেলে প্রথম হয়েছে এই কৃতিত্ব এই শিক্ষার্থীর নিজের।  
তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের বিভাগ থেকে জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়।

হালিমা তুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পত্তির মেয়ে। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে  বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হন। তিনি এসএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

সফলতার বিষয়ে হালিমা তুস সাদিয়া সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আল্লাহর রহমতে আমি ১৭তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। বাবা-মা’র অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমি আজ এই পর্যায়ে এসেছি। ’ 

সাথে সাথে সহপাঠী ও আত্মীয়-স্বজন সবার দোয়া ও ভালোবাসা তার এই অর্জন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।