ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

আইন ও আদালত

সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের নামে মামলা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৩ মার্চ) দুপুরের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, আসামি মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাপ্ত সম্পদের মূল্য ১৩ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ১৪১টাকা সম্পদ অর্জনে তার বৈধ আয়ের উৎসের পরিমান ১০ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ১৬৭ টাকা। ফলে, তিনি ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার নামে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।