ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতির বিষয়ে রিপোর্টিং চান অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
দুর্নীতির বিষয়ে রিপোর্টিং চান অ্যাটর্নি জেনারেল

ঢাকা: অতীতের মতো ভবিষ্যতেও আইন সাংবাদিকরা দুর্নীতির ওপর রিপোর্টিং চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৮ মার্চ) আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আইন সাংবাদিকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুর্নীতির বিষয়ে বিভিন্ন সময় আপনারা (ল’ রিপোর্টার্স ফোরাম) যেভাবে এক্সপোজ (প্রকাশ) করেছেন, আশা করি ভবিষ্যতেও দুর্নীতির ওপর রিপোর্টিং করবেন। সেই দুর্নীতির বিরুদ্ধে রিপোর্টিংয়ে যত ঝড় ঝাপ্টা আসুক আমি এবং প্রেসিডেন্ট (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি) আপনাদের পাশে অতন্দ্র প্রহরীর মতো থাকবো। ’

ল’ রিপোর্টাস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, ল’ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।