ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় পলক-সেলিম রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
হত্যা মামলায় পলক-সেলিম রিমান্ডে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পৃথক দুই হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এরই মধ্যে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হতা মামলায় পলক ও লালবাগ থানায় মাদরাস্ছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় সোলাইমান সেলিমের পাঁচদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে আনা হয়।

আদালতে রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন।  

আসামি পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

অপর মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে গত বছরের ৬ আগস্ট ভোরে রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।