বান্দরবান: মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) দুপরে আরসা প্রধান আতাউল্লাহকে মামলার শুনানির জন্য প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়, পরে তাকে আবার অন্য মামলার শুনানির জন্য বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
এসময় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
এদিকে আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে নেওয়ায় সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোহিঙ্গারা আরাকানের জমি পাবে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস যা করছে, সেজন্য শুকরিয়া আদায় করেন।
গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নামে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলা ও নাইক্ষ্যংছড়ি থানায় র্যাবের এক সদস্যকে আহত করার মামলা রয়েছে।
আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এসআই