ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

জুলাই অভ্যুত্থান: ট্রাইব্যুনালে ৪ মামলার তদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
জুলাই অভ্যুত্থান: ট্রাইব্যুনালে ৪ মামলার তদন্ত সম্পন্ন

ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিচারাধীন চারটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই মামলাগুলো শিগগিরই বিচারের জন্য প্রস্তুত হবে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

তদন্তাধীন মামলাগুলোর মধ্যে রয়েছে - গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা, রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ড এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তির ওপর গুলিবর্ষণের ঘটনা।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, এই মামলাগুলোর তদন্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্ত প্রতিবেদন গৃহীত হওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ইএসএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।