ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মুরাদ হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুমকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মো. মাসুম (৪৭) তল্লা বড় মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে।

এর আগে গত ১০ এপ্রিল মুরাদ হত্যা মামলায় মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।