ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

অনলাইন জুয়া নিয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:০৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
অনলাইন জুয়া নিয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ফাইল ফটো

ঢাকা: অনলাইন জুয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর কাকরাইলের বাসিন্দা তানজিম রাফিদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (২৭ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান। তিনি বলেন, সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে একটি তদন্ত পরিচালনা করবে। ৯০ দিনের মধ্যে তদন্ত করবে। তারা বের করবে কীভাবে এটা পরিচালিত হচ্ছে। কারা কারা জড়িত। এবং এটাকে রোধ করতে কি কি প্রয়োজন। তদন্ত করে ৯০ দিনের মধ্যে সাবমিট করতে হবে। এরপর কোর্ট পরবর্তী আদেশ দেবেন।  

এর আগে ‘অনলাইন জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনামে ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। রিটে প্রতিবেদনটি যুক্ত করা হয়।

রুলে সংবিধানে ১৮ (২) ও ৩১ অনুচ্ছেদ, সংশ্লিষ্ট আইনের বিধিবিধান লঙ্ঘন করে জনপ্রিয় তারকাদের মাধ্যমে কোনো সামাজিক ও মূলধারার মাধ্যমের প্ল্যাটফর্মে অনলাইন জুয়া/বেটিং গেম প্রচারের বিস্তার রোধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনলাইন জুয়া/বেটিং গেমের বিজ্ঞাপন প্রচারের বিস্তার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
ইএস/আরআইএস

বাংলাদেশ সময়: ৪:০৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
Sohag
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।