ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আইন ও আদালত

সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, জুলাই ৩, ২০২৫
সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সমঅধিকার পার্টিকে (বিএসপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও ইয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।

দলটির পর্যাপ্ত অফিস ও কমিটি না থাকায় নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। এর পর বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন ২০২৩ সালে হাইকোর্টে রিট করেন। তখন রুল জারি করেন হাইকোর্ট।

আইনজীবী ইয়ারুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়েছে।

ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।