ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন গঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন গঠিত আব্দুর রায়হান ও মাহাবুবুল আলম

ঢাকা: বাংলাদেশ বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ঢাকা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রায়হানকে আহবায়ক এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহাবুবুল আলমকে সদস্য সচিব করে রোববার (০১ নভেম্বর) এ আহবায়ক কমিটি গঠন করা হয়।



অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (০২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল  আমিন  চৌধুরী,  আখন্দ  মো. সিকান্দার,  সৈয়দ শাহাবুদ্দিন,  মো.  ওহিদুল্লাহ  মিয়া,  মো.  শফিউল্লাহ পাটওয়ারী,  মো.  হায়াতুল হক,  মো.  হাবিবুর  রহমান,  মো. আব্দুল  খালেক  ও  মো. জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।