ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

‘ব্লগার রাজীব হত্যার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে’

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
‘ব্লগার রাজীব হত্যার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে’ ছবি: আইনমন্ত্রী আনিসুল হক ( ফাইল ফটো )

ঢাকা: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের রায় দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিচ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



তিনি বলেন, ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় এখনো যে সব মামলা বিচারাধীন তা দ্রুত নিষ্পত্তি করা হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদের সন্ত্রাস বা অপরাধের বিচার করা হলেও দল বা সংগঠন হিসেবে কোনো রাজনৈতিক দলের বিচার করা হয়নি।

রাজনৈতিক দলের বিচার জন্য তৈরি খসড়া আগামী মার্চ মাসে মন্ত্রিসভায় তোলা হবে বলে ‍জানান তিনি।

এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে এবং বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার বলেছেন, আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই যাবে মন্ত্রিসভায়। এরপর মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিলে পাসের জন্য তা সংসদে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএমএ/ওএইচ/আরআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।