ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টাইগারপাস পাহাড়ে মেয়র ভবন নির্মাণ অবৈধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
টাইগারপাস পাহাড়ে মেয়র ভবন নির্মাণ অবৈধ

ঢাকা: বন্দর নগরী চট্টগ্রামের টাইগারপাস পাহাড় কেটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ভবন নির্মাণকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
 
পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া এ ভবন নির্মাণ কাজ করায় বিবাদীদের নিষ্ক্রিয়তাও অবৈধ বলে ঘোষণা করেছেন আদালত।


 
বুধবার (১০ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে এক রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
 
এছাড়া অনুমতি চেয়ে পরিবেশ অধিদফতরের কাছে সিটি করপোরেশনের করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত।
 
আদালতে রিটের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ। অন্যদিকে, মেয়রের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মকবুল আহম্মেদ।
 
মনজিল মোরশেদ বলেন, ২০১৪ সালে চট্টগ্রামে পাহাড় কেটে মেয়র ভবন নির্মাণের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট দায়ের করা হয়। রিট শুনানি শেষে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ কাজ স্থগিতের নির্দেশ দেন আদালত।
 
কিন্তু পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া ফের নির্মাণ কাজ শুরু করলে রিট দায়ের করেন সংগঠনটির আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী। রিটের শুনানি শেষে বুধবার এ রায় দেন আদালত।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।