ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

২ কোটি ৭ হাজার টাকা লুট

র‌্যাবের সাবেক সিইওসহ ৭ জনের মামলা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
র‌্যাবের সাবেক সিইওসহ ৭ জনের মামলা চলবে

ঢাকা: চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফের ২ কোটি ৭ হাজার টাকা লুটের ঘটনায় র‌্যাব-৭ এর সাবেক সিইও জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে করা মামলার ওপর থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে বিচারপতি এস এম এমদাদুল হক ও এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১২ সালের ১৩ মার্চ র্যা ব-৭-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার (চাকরিচ্যুত) ও ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহমুদুল হাসানসহ ১২ জনের বিরুদ্ধে দরবারের গাড়িচালক মো. ইদ্রিস আনোয়ারা থানায় মামলাটি করেন।

একই বছরের ২৫ জুলাই সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানান মাহমুদুল হাসান। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দেন।

আদালতে শেখ মাহমুদুল হাসানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। দরবারের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও মোহাম্মদ এনাম।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ইএস/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।