ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

রাগিব আলী মেডিকেলের এক বছরের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
রাগিব আলী মেডিকেলের এক বছরের ব্যাংক হিসাব তলব

ঢাকা: সিলেটের তারাপুর চা স্টেটে থাকা রাগিব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব তলব করেছেন আপিল বিভাগ।

এ সংক্রান্ত নথি ৩১ আগস্টের মধ্যে আপিল বিভাগে দাখিল করতে ওই কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



বুধবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাগীব আলী মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।

চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন।

একইসঙ্গে ওই স্টেটের মধ্যে রাগিব আলী মেডিকেল কলেজ ও যত স্থাপনা রয়েছে তা ভেঙে ফেলতে বলা হয়।

আপিল বিভাগের এ রায়ের পর রাগিব আলী মেডিকেল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বুধবার এ আবেদনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ রাগিব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক বছরের হিসাবের নথি তলব করেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।