ঢাকা: পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন দিতে হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে উৎকোচ দাবি করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআইকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।
বুধবার (৩১ আগস্ট) বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চে ওই এএসআইকে হাজির করা হয়।
আদালত সূ্ত্রে জানা গেছে, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনে ওই এএসআই তার বাসায় যান। এ প্রতিবেদন দিতে বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা উৎকোচ দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ইএস/এএসআর