ঢাকা: বিএনপি নেতা মোরশেদ খানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা পুনঃতদন্ত হবে কি-না এ বিষয়ে আগামী ৯ নভেম্বর (বুধবার) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
দুদকের করা এক আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
তিনি জানান, অর্থপাচারের অভিযোগে ২০০৮ সালে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল। এ মামলায় গত বছর দুদক ফাইনাল রিপোর্ট প্রদান করে। এরপর আদালত তাদেরকে অব্যাহতি দিলে মোরশেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।
আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে।
এ আবেদনের শুনানি নিয়ে ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ রুলে শুনানি শেষ হয় বৃহস্পতিবার।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
ইএস/জেডএস