ঢাকা: কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামালের বিরুদ্ধে করা নাশকতার তিন মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে তার বিরুদ্ধে এ তিন মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভার তারাবনিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত ককটেলের বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসব অভিযোগে কক্সবাজার মডেল থানায় ওইদিনই এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
এসব মামলায় পৌরসভার তৎকালীন মেয়র সরোয়ার কামালসহ ২১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ হাজার জনকে আসামি করা হয়।
পরে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার পরে ওই তিন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সরোয়ার কামাল। শুনানি শেষে গত ১১ এপ্রিল হাইকোর্ট তিনটি মামলাই বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। সরোয়ার কামালের পক্ষে শুনানি করেন ইদ্রিসুর রহমান।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
ইএস/এএসআর