রাজশাহী: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সুজন উদ্দিন নামে এক পাষণ্ড স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস সুজনের বাবা সামসুদ্দিন ও মা মেহের নিগার।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে-২ এর বিচারক কেএম শহীদ আহামেদ এ রায় দেন।
এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত সুজন রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের সামসুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের সুজন স্ত্রী সীমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন তিনি।
এরপর হত্যাকাণ্ডের ঘটনায় সীমার বাবা রেজাউল হক দুর্গাপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার এ রায় ঘোষণা করেন আদালত।
মামলার বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইসমত আরা। আসামি পক্ষে ছিলেন আব্দুল হামিদ মুক্তা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসএস/এমএ