ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফুলবাড়িয়ায় গণধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ফুলবাড়িয়ায় গণধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের বালাশ্বর গ্রামে এক স্কুল ছাত্রীকে (১২) গণধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার দুই আসামি।  

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ২নং আমলি আদালতের বিচারক মাহাবুবুল হকের আদালতে শফিকুল ইসলাম (১৮) ও সুমনের (২০) জবানবন্দি রেকর্ড করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর পাশের বাড়ি থেকে ফেরার পথে ওই কিশোরীকে ধর্ষণ করে বখাটে সুমন ও শফিকুলসহ ছয় বখাটে।

পরে তাকে উদ্ধার করে ওই কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের পর শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বালাশ্বর গ্রাম থেকে সুমন ও শফিকুলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, বাকি ৪ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমএএএম/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।