বরিশাল: বরিশাল নগরীতে মাদক মামলায় টগর ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ অক্টোবর) আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।
টগর ভূঁইয়া নগরীর পলাশপুর ৫ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত জামাল ভূঁইয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ৬ জুন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাজির গোরস্থানের সামনে থেকে টগরকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তার কাছে থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি একেএম মঞ্জুরুল আলম বাদী হয়ে মেট্রোপলিটন কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এর প্রেক্ষিতে একই বছরের ৪ জুলাই আদালতে চার্জশিট জমা দেন কাউনিয়া থানার এসআই অমল কুমার বিশ্বাস। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমএস/আরএ