ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

চাঁদপুরে ইলিশ শিকারের অপরাধে ৮ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
চাঁদপুরে ইলিশ শিকারের অপরাধে ৮ জেলের জেল-জরিমানা

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর তারাবুনিয়া এলাকায় মা ইলিশ শিকারের অপরাধে ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ ও দু’জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এক বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-মো. কালু (২৫), মো. খলিল (২৫), দুলাল কাজী (২২), মো. বিল্লাল হোসেন (৩০), কালা চন্দ্র দাস (২৮) ও মোহাম্মদ আলী (৩৫)।

এছাড়া নাবালক হওয়ায় মো. সোহেল (১২) ও মো. মজিবকে (১৩) জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা মেঘনায় অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করেন। এ সময় জেলেদের ইঞ্জিন চালিত চারটি নৌকা ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।

উল্লেখ্য, প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।