ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রুমী এন্টারপ্রাইজের বিরুদ্ধে এমপি হারুনের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
রুমী এন্টারপ্রাইজের বিরুদ্ধে এমপি হারুনের মামলা

ঢাকার রুমী এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

ঢাকা: ঢাকার রুমী এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

বুধবার (২৩ নভেম্বর) ঢাকা সিএমএম আদালতে এমপি বজলুল হক হারুনের পক্ষে তার এপিএস এসএমজি মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।  

আগামী ১৫ জানুয়ারি মামলার সমন জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী ও আসামির মধ্যে ২০১২ সাল থেকে বিভিন্ন মামলা চলমান। এরই এক পর্যায়ে ২০১৪ সালে এমপি বজলুল হক হারুন আসামিকে বিভিন্ন তারিখের ৫টি চেক প্রদান করেন।  

বাদী অভিযোগ করেন, আসামি খলিলুর রহমান প্রতারণামূলকভাবে চেকগুলো এমপি হারুনের কাছ থেকে হাসিল করেন এবং চেকগুলো অপব্যবহার না করারও অঙ্গীকার করেন। তা সত্ত্বেও আসামি চেকগুলো থেকে একটি চেক ব্যাংকে ডিজঅনার করিয়ে এমপি হারুনের বিরুদ্ধে মামলা করেন।  

এতে দেশে-বিদেশে বাদীর মানহানি হওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

এর আগে রুমী এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান গত ২০ নভেম্বর এক কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে এমপি বজলুল হক হারুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এমপি হারুনকে আদালতে হাজির হতে ওইদিন সমন জারি করেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।