ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

দশ মামলায় ৯ জানুয়ারি হাজির না হলে জামিন বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
দশ মামলায় ৯ জানুয়ারি হাজির না হলে জামিন বাতিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দশটি মামলায় আগামী বছরের ৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দশটি মামলায় আগামী বছরের ৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন।

মামলা দশটির মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের একটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।