ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার ১৫ মামলায় আত্মসমর্পণ করবেন সালাউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নাশকতার ১৫ মামলায় আত্মসমর্পণ করবেন সালাউদ্দিন সিএমএম আদালত। ফাইল ছবি

নাশকতার ১৫ মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন ঢাকা-৪ (ডেমরা) আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহম্মেদ।

ঢাকা: নাশকতার ১৫ মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন ঢাকা-৪ (ডেমরা) আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহম্মেদ।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা সিএমএম আদালতের এসব মামলায় আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

তিনি জানান, আত্মসমর্পণরে ওপর বেলা সাড়ে ১১টা নাগাদ শুনানী হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ৯টি ও ওয়ারী, গেন্ডারিয়া এবং কদমতলী থানার ২টি করে মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।