ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিলেটের লোভাছড়ায় পাথর উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
সিলেটের লোভাছড়ায় পাথর উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা

ঢাকা: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমা মেশিনসহ অন্যান্য যন্ত্র দিয়ে পাথর ও বালু উত্তোলনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি রুলও জারি করেন।



রুলে বোমা মেশিনসহ অন্যান্য যন্ত্র ব্যবহার করে পাথর ও বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
 
চার সপ্তাহের মধ্যে জ্বালনি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মী নজরুল ইসলাম রিট করেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুজ্জামান সেলিম।
 
কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, বালু ও পাথর উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা পরিবেশের কোনো তোয়াক্কা না করে বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করেন। তাই এসব বন্ধে উচ্চ আদালতে রিট করা হয়। এরপর আদালত অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল দেন।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।