ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিন সকাল ১০টা থেকে দ্বিতীয় বার হলের লাইব্রেরি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়।

আইনজীবী সমিতির ২০১৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১ হাজার ৪৩৯ জন সদস্য ভোট দেবেন। এবছর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন।

এর মধ্যে সভাপতি পদে ৬জন, সহ সভাপতি-১ পদে দু’ জন, সহ সভাপতি-২ পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সম্পাদকের ৩টি পদে ৭ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরি সম্পাদক পদে ২ জন, নির্বাচন কমিশনার পদে ২ জন,  কার্যনির্বাহী কমিটির সদস্য ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম নামে এক প্রার্থী প্রত্যাহার করায় অপর দুই প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ও  মো. নুরুল আমিন এরই মধ্যে নির্বাচিত হয়েছেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন অ্যাডভোকেট মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুস শহীদ, মো. মিনহাজ উদ্দিন খান, মো. রাজ উদ্দিন ও মোহাম্মদ লালা।

সহ সভাপতি-১ পদে  মো. শফি আহমদ, মো. সামছুল হক, সহ সভাপতি-২ পদে জেবুন নাহার সেলিম, মো. আনোয়ার হোসেন, মো. আলী হায়দার প্রতিদ্বন্ধিতা করছেন।

সাধারণ সম্পাদক পদেও বর্তমান সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), হোসেন আহমদ ও মো. আব্দুল কুদ্দুছ। যুগ্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদ আকমল খান, মোহাম্মদ আব্দুছ ছাত্তার। সহ-সম্পাদক ৩টি পদে এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), দিলরুবা বেগম কাকলী, প্রবাল চৌধুরী, মো. আজমল হোসেন, মোহাম্মদ ছায়াদ মিয়া, রঞ্জু দেবনাথ ও হোসাইন আহমদ শিপন।

সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ এজাজ উদ্দিন ও রাশিদা সাঈদা খানম। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. সুহেল মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, সাহেদ আহমদ। লাইব্রেরী সম্পাদক পদে বিকাশ রঞ্জন অধিকারী ও সিরাজ উদ্দিন খান। নির্বাচন কমিশনার পদে মো. আলীম উদ্দিন ও মো. এমদাদুল হক প্রতিদ্বন্ধিতা করছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২০জন প্রার্থীরা হলেন, আক্তার উদ্দীন আহমদ টিটু, আব্দুল গফফার, আব্দুল মুতলিব চৌধুরী, এ.কে.এম. ফখরুল ইসলাম, এ.এস.এম. আব্দুল গফুর, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, তাজুল ইসলাম, দীনা ইয়াসমিন, নোমান মাহমুদ, প্রদীপ কুমার ভট্টাচার্য, ফারুক আহমদ চৌধুরী, বেদানন্দ ভট্টাচার্য, ভানু লাল চক্রবর্তী, মিছবাহ উদ্দিন চৌধুরী, মোর্তাজা আহমদ, মো. আকতার বক্স জাহাঙ্গীর, মো. আহমদ আলী, মো. আব্দুল ওদুদ, মো. আব্দুল মালেক, মো. ইলিয়াছ।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।