ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নির্বিকার নূর হোসেন সান্ত্বনা দিলেন অন্যদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নির্বিকার নূর হোসেন সান্ত্বনা দিলেন অন্যদের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, ছবি: মুজিবুর

নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক ৭ খুন মামলার রায় দেয়ার পর আসামিরা যখন কান্নায় ভেঙে পড়েন, তখন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নির্বিকার দেখা যায়।

নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। আদালতে রায়ের পর আসামিরা যখন কান্নায় ভেঙে পড়েন তখন নূর হোসেন পায়চারী করে আসামিদের কারো মাথায়, কারো পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুনের মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তবে মামল‍ার পর থেকে ৩৫ আসামির মধ্যে ১২ আসামি এখনো পলাতক রয়েছেন।  

এদিকে বিচারের পর আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আনন্দ মিছিল করতে দেখা যায়। মিছিলের ফাঁকে কয়েকজনকে রায়কে স্বাগত জানিয়ে বক্তব্য দিতে দেখা যায়।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষও এ রায় নিয়ে আনন্দ প্রকাশ করেন।

মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর ২০১৬ তারিখে রায়ের জন্য ১৬ জানুয়ারি ২০১৭ কে তারিখ হিসেবে ধার্য করেন আদালত।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ইএস/এজেডএস/পিএম/বিএস    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।