ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা

ঢাকা: বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই এ দেশের মানুষ যুদ্ধে নেমেছিলো’।

খালেদা জিয়ার এমন বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।