ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আদালত কক্ষে আসামিদের ডাণ্ডাবেড়ি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
আদালত কক্ষে আসামিদের ডাণ্ডাবেড়ি নয়

ঢাকা: নিরাপত্তার স্বার্থে আসামিকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার পথে ডাণ্ডাবেড়ি পরিয়ে আনা গেলেও আদালত কক্ষে ডাণ্ডাবেড়ি ব্যবহার করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘদিন কারাবন্দি ১০ আসামির মধ্যে ৪ জনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাইকোর্টে হাজির করা হয়।

ওইদিন এ বিষয়ে ব্যাখ্যা দিতে কারা উপ-মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন) তলব করেন হাইকোর্ট।
 
আদালতের ওই আদেশ অনুযায়ী সোমবার ডিআইজি প্রিজন মো. তোহিদুল ইসলাম আসামিদের ডাণ্ডাবেড়ি পরানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাকে সতর্ক করে অব্যাহতি দেন।  

পরে তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতে ব্যাখ্যা দিয়েছি। বলেছি, ডাণ্ডাবেড়ি পরিয়ে যে চারজনকে আনা হয়েছে তারা জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। আইন অনুযায়ী পুলিশের চাহিদার ভিত্তিতে যে কোনো আদালতে আমরা আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে পাঠাই। এক্ষেত্রেও তাই হয়েছে। আদালত বলেছেন, ভবিষ্যতে আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আর আদালত কক্ষে পাঠানো যাবে না। আমরা আদালতের নির্দেশ মেনে চলবো।

লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি সাংবাদিকদের বলেন, চার বছর আগেই ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে হাজির যাবে না মর্মে হাইকোর্ট রায় দিয়েছিলেন। রায়ের বিষয়টি তিনি জানেন না বলে আদালতকে জানিয়েছেন ডিআইজি প্রিজন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭/আপডেট: ১৬৪৪ ঘণ্টা
ইএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।