ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোটিশের জবাব দিতে হচ্ছে এনআরবিসি ব্যাংককে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
নোটিশের জবাব দিতে হচ্ছে এনআরবিসি ব্যাংককে

ঢাকা: এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চেয়ারম্যান ফরাছত আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমানকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া কারণ দর্শানো নোটিশের কার্যকারিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার (১২ এপ্রিল) এ আদেশ দেন।

ফলে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে বাংলাদেশ ব্যাংকের নোটিশের জবাব দিতে হবে বলে জানান আইনজীবীরা।
 
আমানতকারীর স্বার্থ ও জনস্বার্থ রক্ষা করতে ব্যর্থ এবং ব্যাংকটি পরিচালনায় ব্যর্থ হওয়ায় গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংক ওই দুইজনকে শো’কজ করেন।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়। ফরাছত আলীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না ও দেওয়ান মুজিবর রহমানকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। নোটিশের জবাব ১০ দিনের মধ্যে দিতে বলা হয়।

এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ফরাছত ও মুজিবর হাইকোর্টে রিট করলে ২৮ মার্চ হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন। এরপর এনআরবিসি ব্যাংকের একজন শেয়ারহোল্ডার এএম তুষার ইকবাল রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।

এ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করেন। ফলে নোটিশের জবাব দিতে হবে।

তুষার ইকবালের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।