ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা খালেদা জিয়া, ছবি: ফাইল ছবি

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের এজলাসে হাজির হন তিনি।

খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

অর্থ আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এ মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।