ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৪, ২০১৭
মানিকগঞ্জে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কিশোরী ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড পেয়েছেন তারা।

এছাড়া, ২০০০ এর ৭ ধারার অপরাধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আসামিদের।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও একই গ্রামের গেদা মিয়ার ছেলে আবুল হোসেন (৪৭)।

অন্য আসামি আব্দুল খালেককে বেকসুর খালাস দেন ট্রাইব্যুনাল এবং মামলা চলাকালে ২০০৬ সালে ০৬ মার্চ আসামি কালু মিয়া মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নূরুল হুদা রুবেল বাংলানিউজকে জানান, ২০০৩ সালের ৬ মে রাতে ১৫ বছরের এক কিশোরী তার মা ও বোনকে (পোশাক কারখানার শ্রমিক) আনতে গেলে সিঙ্গাইর উপজেলা বাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ ও ধর্ষণ করেন আসামি মানিক মিয়া ওরফে মইজা ও আবুল হোসেন।

পরদিন ০৭ মে চারজনকে আসামি করে ওই কিশোরীর মা সিঙ্গাইর থানায় মামলাটি করেন।

পুলিশ ওই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলা চলাকালে আসামিরা জামিনে মুক্ত ছিলেন। আদালতে মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি জামিনে গিয়ে পলাতক।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।