বুধবার (৩১ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন- গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দানকারী সনাতন উল্লাস।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের ১৬ জুলাই আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’। ‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা’ স্লোগান দেওয়া হয়।
মিছিলে এমন স্লোগান দেওয়ায় বাদীর মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমআই/আরআইএস/এসএইচ