ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘স্বাধীন বিচার বিভাগ’ পেজের বিরুদ্ধে মামলার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ৫, ২০১৭
‘স্বাধীন বিচার বিভাগ’ পেজের বিরুদ্ধে মামলার নির্দেশ

বগুড়া: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে একটি অনুমোদনহীন পেজের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য পরিবেশন করায় পেজটির বিরুদ্ধে মামলা দায়েরে সোমবার (৫ জুন) এ আদেশ দেন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব।

আদালত জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬’ এর ৫৭ ধারায় দেওয়া তার আদেশটি মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দেন।


 
সোমবার (৫ জুন) দিনগত রাত ৯টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ সংক্রান্ত আদেশের নথিপত্র পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।  
 
তিনি বলেন, রাত সাড়ে ৮টার পর এ সংক্রান্ত আদেশের নথিপত্র পেয়েছি। এটি মামলা হিসেবে (এফআইআর) হিসেবে রেকর্ড করার কাজ চলছে।
 
বেলা ১১টার দিকে বিচারকের দপ্তর থেকে জারি করা আদেশে মামলাটি তদন্ত সাপেক্ষে ৩০ কার্যদিবসের মধ্যে এর প্রতিবেদন দাখিলের সুবিধার্থে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদরদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
 
আদেশে বিচারক বলেছেন, ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ তাদের পোস্টে মিথ্যা অশ্লীল ও মানহানিকর তথ্য আদান-প্রদানকারী ব্যক্তিদের তদন্তপূর্বক চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
 
বিচারক তার আদেশে সিনিয়র এএসপির নিচে নয় এমন একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সিআইডি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়ে ৬ জুলাইয়ের মধ্যেই তার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে মর্মেও নির্দেশনা দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমবিএইচ/এইচএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।