পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা এ রায় দেন।
যশোরের স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম বদরুজ্জামান পলাশ বাংলানিউজকে বলেন, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা যশোর-চৌগাছা সড়কের মান্দারতলায় একটি যাত্রীবাহী বাসে (পিরোজপুর জ-১১-০০১৬) অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। এ সময় তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে পলিথিনে থাকা প্রায় চার লিটার ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
পরে মামলার তদন্তকারী এসআই শাহ দারা খান জাকিরকে অভিযুক্ত করে ওই বছরের ১৬ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দেন।
আদালতে সাক্ষ্যপ্রমাণে জাকির দোষী প্রমাণিত হওয়ায় বিচারক জাকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ জরিমানা টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন। তবে দণ্ডদেশপ্রাপ্ত জাকির বর্তমানে পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এএটি/