রোববার (০২ জুলাই) বিকেলে এ সংক্রান্ত শুনানি শেষে তাকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত।
এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে হাজিরের পর হাজতখানায় রাখা হয়।
অন্যদিকে মেহবুব চৌধুরীকে আদালতে পাঠিয়ে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম।
এর আগে শনিবার (০১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক।
সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ’ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবার (২৮ জুন) একটি মামলা করে দুদক।
মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমআই/জেডএস