সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাইফুর রহমান স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং জয়দেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বরাবর এ নোটিশ পাঠান।
বুধবার এ নোটিশ পাঠানোর পর বৃহস্পতিবার (০৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাইফুর রহমান অ্যাসোসিয়েটসের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
নোটিশে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের কারখানায় ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে অপারেটর সালাম, এরশাদ এবং মন্সুর হকসহ ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। ওই ঘটনায় কারখানার মালিক অপরাধ আড়াল করতে সালাম, এরশাদ এবং মন্সুর হকসহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদকে বাদী করে মঙ্গলবার মামলা দায়ের করেন।
‘নিহত সালামের ছেলে জানিয়েছেন, তার বাবা ওই ফ্যাক্টরিতে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করতেন। কারখানার বয়লার ছিলো পুরাতন ও ফিটনেসবিহীন। মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বললেও কোনো ব্যবস্থা নেননি। ঘটনারদিন তার বাবার ডিউটি না থাকলেও ম্যানেজার টেলিফোনে বাবাকে কাজে যোগ দিতে বাধ্য করে। ’
‘কারখানার মালিক ও কর্তাব্যক্তিরা এই ঘটনার দায় এড়াতে পারে না। ’
নোটিশে আরও বলা হয়, ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দেওয়ার আগেই মামলা করার অর্থ হলো অপরাধ ধামাচাপা দেওয়া। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা। ’
‘ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাখানার মালিক/জিএম/ম্যানেজারকে আসামি করে এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মামলা দায়ের করে গ্রেফতারের ব্যবস্থা করে এবং নিহতদের বিরুদ্ধে দায়ের করা জয়দেবপুর থানার মামলার কার্যক্রম স্থগিত করেন। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মামলা করতে বাধ্য হবো’ বলে নোটিশে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
ইএস/এসএইচ