বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
সোমবার (১০ জুলাই) তার আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, `বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে গতকাল রোববার সকাল ১০টায় লন্ডন যাত্রাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।
এর আগে রোববার ((০৯ জুলাই) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, লুনার বড় ছেলে লন্ডনের কিংসটন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন যাচ্ছিলেন তিনি।
কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ইএস/এমএ