ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নবীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
নবীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা নবীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

 
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় ভোক্তা সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন বাংলানিউজকে জানান, অভিযানকালে আরজু ডিপার্টমেন্টাল স্টোরে নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা, অজিত রায় ড্রাগ হাউজে ওষুধের দাম কেটে পরিবর্তন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা এবং ওমি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।