ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিচার বিভাগের সঙ্গে কোনো যুদ্ধ চলছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
বিচার বিভাগের সঙ্গে কোনো যুদ্ধ চলছে না সুধী সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক

যশোর: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো যুদ্ধ চলছে না। বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে, এতে কারো সঙ্গে কোনো দূরত্ব সৃষ্টির সুযোগ নেই।

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠায় আমার অনেক দূর এগিয়েছি।

তবে আইনের শাসন আরও শক্তিশালী করতে কাজ করা হচ্ছে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা করা হবে। আমি সেই আলোচনার মধ্যেই আছি। আমি যখন খসড়া জমা দিয়েছিলাম, তখনই তো বলেছি এরপরও কিছু থেকে থাকলে আলোচনা করা যাবে। এতো বড় করে এজলাসে বসে বলার কিছু নেই।

যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহুরুল হক,  আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ আবদুর রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চলনা করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী আদালত) হুমায়ুন কবীর।  

এরআগে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সংগঠনের সভাপতি শরীফ আবদুর রাকিব সভাপতিত্বে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই  ৩০, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।