ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে অধ্যক্ষসহ ৩ শিক্ষকের জামিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
লক্ষ্মীপুরে অধ্যক্ষসহ ৩ শিক্ষকের জামিন

লক্ষ্মীপুর: অনিয়ম ও দুর্নীতির মামলায় কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবসহ ৩ শিক্ষককের জামিন দিয়েছেন লক্ষ্মীপুরের একটি আদালত। 

বুধবার (০৯ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী তার জামিন মঞ্জুর করেন।  

অধ্যক্ষ আবদুল মোতালেবের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন-ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

১৯৯৬ সাল থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে চাকরি নেন।  

তাদের নিয়োগে সহায়তা করেন কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব।  

চলতি বছরের জানুয়ারিতে একই কলেজের প্রভাষক (পরিসংখ্যান) আবদুর রব চৌধুরী বাদী হয়ে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা করেন।  

মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়কে নির্দেশ দেন আদালত। তদন্তকালে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ায় গত বুধবার (২ আগস্ট) দুদক অধ্যক্ষ আবদুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।