রোববার (১০ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
১১ দিনের ব্যক্তিগত ভ্রমণে গত ২৯ আগস্ট থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত স্ত্রী বিনতা মাহবুবসহ চীনে ছিলেন অ্যাটর্নি জেনারেল।
চীন থেকে ফেরার পর ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন,‘সরকার থেকে আমার কাছে এখনো কোনো ইনস্ট্রাকশন আসেনি’।
গত ০৩ জুলাই (সোমবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় ঘোষণা করেন। ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায়।
গত ০১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর বিভিন্ন পর্যবেক্ষণের রিভিউ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করবেন বলে জানানো হচ্ছে।
গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘এ রায় পড়া হচ্ছে। ভালোভাবে পড়ে, পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এজন্য সময় লাগছে’।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ইএস/এএসআর