বুধবার (১৩ সেপ্টেম্বর) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সামিউল নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামের মাহমুদুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নলছিটি পৌরসভার নাঙ্গুলি গ্রামের বাসিন্দা ও বিজিবি সদস্য ছিলেন মৃত মর্তুজা আলী খান। ২০০৮ সালের ৬ জুন দুপুরে মর্তুজা চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়িতে ফিরছিলেন। পরে পথে কুমারখালী বাজারে টেম্পোতে বসা অবস্থায় সাবল দিয়ে তার মাথায় আঘাত করেন দিপু। এ সময় গুরুতর আহত অবস্থায় মর্তুজাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে পরের দিন সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মর্তুজা আলী খানের বড় ভাই আবদুল মন্নান খান বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য নেওয়া শেষে বুধবার এ রায় ঘোষণা করেন বিচারক। বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএস/এসআরএস