ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
সিলেটে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

সিলেট: সিলেটে তিন মাদক বিক্রেতাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রজান্তপুর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), পাশ্ববর্তী লালাপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. দিলদার হোসাইন (৪২), সিলেটের ওসমানীনগরের পূর্ব তাজপুর গ্রামের মৃত হাসিম উল্যার ছেলে রুমেল আহম্মদ (৩২)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাকির হোসেন ও দিলদার হোসাইন পলাতক রয়েছেন।  

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১০ এপ্রিল সন্ধ্যায় ওসমানীনগরের সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকার ৭৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। মাদক বিক্রির দায়ে রুমেল আহম্মদ, জাকির হোসেন ও দিলদার হোসাইনকে আটক করা হয়।

এ ব্যাপারে র্যাব-৯ এর উপ পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বাদী হয়ে আটক তিন আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (০৩(৪)১৬) করেন।  

তদন্ত শেষে ওই বছরের ১০ মে সিআইডি সিলেট জোনের পুলিশ পরিদর্শক মো. আব্দুল আহাদ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।  

ওই বছরের ২৮ আগস্ট চার্জগঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়ে শুনানিকালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।  

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।