ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরগুনায় ধূমপান বিরোধী অভিযানে ৮ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বরগুনায় ধূমপান বিরোধী অভিযানে ৮ জনকে জরিমানা

বরগুনা: জনবহুল এলাকায় ধূমপান এবং অবৈধভাবে বিজ্ঞাপন লাগানোর দায়ে বরগুনায় ৮ জনকে ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) দুপুর ও বিকেলে শহরের হাসপাতাল ও টাউন হল বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। এর মধ্যে অবৈধভাবে বিজ্ঞাপন প্রচারের দায়ে ৩টি দোকান মালিককে ২ হাজার ৫শ’ টাকা এবং ৫ জন ধূমপায়ীকে ৮শ’ টাকা জরিমানা করা হয়।

বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান এ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফোরকান আহমেদ, জেলা সেনিটারি ইন্সপেক্টর মো. ইকবাল তালুকদার, ধূমপান বিরোধী সংগঠন আত্মার সদস্য মো. হাসানুর রহমান ঝন্টু ও আবু জাফর সালেহ্ প্রমুখ।

বরগুনার সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ধূমপান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।