বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে এ নির্দেশ দেন তিনি।
বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘দিনের কাজ দিনেই শেষ করতে হবে।
তিনি দুর্নীতি ও অনিয়ম পরিহার করার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘আগে যে যাই কিছু করুন না কেন তা ভুলে যান। এখন থেকে দৈনন্দিন কার্যতালিকায় কোনো অনিয়ম বা এদিক-সেদিক করবেন না। অনিয়ম বা দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ’
তিনি আরও বলেন, ‘কোনো দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। আইনজীবীরাই আমার গোয়েন্দা। তারা যদি কোনো অনিয়োমের অভিযোগ নিয়ে আসেন আর তা যদি প্রমাণিত হয়, তবে কোনো ছাড় দেওয়া হবে না। ’
এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ মো.দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
ইএস/এএটি/