ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সেই বাঙালি ক্যাপ্টেনের জামিন, অভিযোগ আমলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সেই বাঙালি ক্যাপ্টেনের জামিন, অভিযোগ আমলে

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সহযোগিতা না করে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কুমিল্লায় হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ শহীদুল্লাহ্’র বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এক বছর তিন মাস ধরে কারাগারে থাকা শহীদুল্লাহকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও আবুল কালাম।

পরে মাসুদ রানা বলেন, স্বাস্থ্যগত কারণে শর্ত সাপেক্ষে আদালত শহীদুল্লাহকে জামিন দিয়েছেন। দুই লাখ টাকার বন্ডে শর্তগুলো হলো-পাসপোর্ট জমা দিতে হবে, ঢাকায় অবস্থান করতে হবে, মিডিয়ায় কথা বলা যাবে না, আদালতের আদেশে হাজির থাকতে হবে।   
 
এর আগে ৩১ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
 
মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে প্রথম কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকার জিন্নত আলীর ছেলে শহীদুল্লাহ্ (৭৫) গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে দাউদকান্দিতে হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ জনকে হত্যা, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং ৫টি বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগে ধ্বংসের অভিযোগ।

চলতি বছরের ২১ মার্চ শহীদুল্লাহ্’র বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন।

তার বিরুদ্ধে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত তদন্ত করেন জেড এম আলতাফুর রহমান।

প্রসিকিউশনের আবেদনে ২০১৬ সালের ০২ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহ্‌’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই রাত ১টায় আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। পরদিন ০৩ আগস্ট হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।

শহীদুল্লাহ্‌’র বিরুদ্ধে তিন অভিযোগ
শহীদুল্লাহ্‌ ১৯৬২ সালে প্রথমে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। এরপর ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৬৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হয়ে সেকেন্ড লে.। এরপর ১৯৬৯ সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। ১৯৭০ সালে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে পোস্টিং দেওয়া হয়।

১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধ চলাকালে ক্যাপ্টেন শহিদুল্লাহ্‌কে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তার নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দিতে পাঠানো হয়। শহিদুলের নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসের ১৪০/১৫০ জন পাকিস্তানি সেনা সদস্য নিয়ে সেখানকার স্কুল ও ডাকবাংলোয় সেনা ক্যাম্প স্থাপন করা হয়। এরপর ওই এলাকায় অন্যায় আটক, নির্যাতন, অপহরণ, লুন্ঠন, হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধ ঘটায় শহিদুল্লাহ্‌ ও তার বাহিনী।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ০৭ জুন শহীদুল্লাহ্‌ পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর ৮/১০জন সদস্যসহ দাউদকান্দি বাজারে হোমিও ওষুধের দোকানে হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের ডা. হাবিবুর রহমানকে আটক করে দাউদকান্দি সেনা ক্যাম্পে নির্যাতন করেন। পরে দাউদকান্দি ফেরিঘাট সংলগ্ন গোমতি নদীতে নিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৬ জুন মুহাম্মদ শহীদুল্লাহ্ পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর ৪০/৫০ জন সদস্যসহ দাউদকান্দির উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি ও গোলাপেরচর গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ নিরস্ত্র ২০ জনকে অন্যায়ভাবে আটক করে নির্যাতন, ৫টি বাড়ির মালামাল লুণ্ঠন ও অগ্নিসংযোগে ধ্বংস করেন। আটক হওয়া ২০জনের মধ্যে ৫ জনকে ছেড়ে দিয়ে ১৫ জনকে মান্নান ফরাজীর বাড়ির সামনে এনে মান্নান ফরাজীর একটি বড় গরু জবাই করে ২ রান নিয়ে আটককৃত একজনকে ছেড়ে দেন। এরপর আটককৃত ১৪ জনকে দাউদকান্দি সেনা ক্যাম্পে নেওয়ার পথে গোলাপেরচর টেকে এনে লাইনে দাঁড় করান। লাইন থেকে একজনকে বের করে ৫০/৬০ হাত দূরে গোমতী নদীর কিনারে নিয়ে মুহাম্মদ শহিদুল্লাহ্ একজনকে গুলি করে হত্যা করে মরদেহ নদীর কিনারে ফেলে দেন। আটককৃত ১৩ জনকে নিয়ে নৌকায় করে দাউদকান্দি ক্যাম্পে এনে নির্যাতন করে মুক্তিযোদ্ধাদের খবরা-খবর দিতে এবং হত্যার ঘটনা কাউকে না জানানোর শর্তে সন্ধ্যার আগে ছেড়ে দেন।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২১ জুলাই শহিদুল্লাহ্ পাকিস্তানি সেনাদের নিয়ে দাউদকান্দি বাজারে হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের নিরীহ নিরস্ত্র চালক কালা মিয়াকে আটক ও নির্যাতন করে পাকিস্তানি সেনাদের গাড়িতে তুলে চান্দিনা হাসপাতালের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন।
  
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।