ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় ৫ ক্লিনিককে ১৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
কুষ্টিয়ায় ৫ ক্লিনিককে ১৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পাঁচটি প্রাইভেট ক্লিনিককে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত। এসময় দুই টেকনিশিয়ানকে এক মাস করে কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

এ অর্থ ও কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত।

 

তিনি জানান, লাইসেন্স না থাকা, শর্তানুযায়ী চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়ম করার অপরাধে কুষ্টিয়ার একতা ডায়াগনস্টিক সেন্টার, শাওন ক্লিনিক, নিউ শাওন ডায়াগনস্টিক সেন্টার ও কুষ্টিয়া অর্থোপেডিক জেনারেল হাসপাতালসহ পাঁচ প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় অনেকের মধ্যে কুষ্টিয়া সিভিল সার্ভিস অফিসের মেডিকেল অফিসার শারমিন আলী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।