মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ অর্থ ও কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত।
তিনি জানান, লাইসেন্স না থাকা, শর্তানুযায়ী চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়ম করার অপরাধে কুষ্টিয়ার একতা ডায়াগনস্টিক সেন্টার, শাওন ক্লিনিক, নিউ শাওন ডায়াগনস্টিক সেন্টার ও কুষ্টিয়া অর্থোপেডিক জেনারেল হাসপাতালসহ পাঁচ প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসময় অনেকের মধ্যে কুষ্টিয়া সিভিল সার্ভিস অফিসের মেডিকেল অফিসার শারমিন আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই