ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ রোববার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ রোববার 

ঢাকা: সম্মানে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

 

চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদেরও ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ইএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।