ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দিবস পালন দিয়েই শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নতুন বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
দিবস পালন দিয়েই শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নতুন বছর

ঢাকা: দিবস পালনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অবকাশকালীন ছুটি শেষে ২ জানুয়ারি (মঙ্গলবার) খোলার দিন সুপ্রিম কোর্ট দিবস ২০১৭ পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 

সোমবার (০১ জানুয়ারি) বাংলানিউজকে এমন তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
 
তিনি জানান, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম কার্যক্রম শুরু করে।

এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসকে প্রতি বছর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত ছুটি থাকায় প্রথম কার্যদিবস (ছুটির পরে) ২ জানুয়ারি দিবসটি উদযাপিত হবে।
 
এ উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।
 
মঙ্গলবার দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
 
এর আগে গত ২৫ অক্টোবর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।  

ওইদিন সভা শেষে স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বাংলানিউজকে বলেছিলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। যেহেতু ২০১৭ সালের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত আছে। সেহেতু আগামী ২ জানুয়ারি (সুপ্রিম কোর্ট খোলার দিন) ২০১৮ সালের এ দিবসটি পালন করা হবে’।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।